
মোঃ শামিম হাসান,শাহজাদপুর(সিরাজগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আগামী (২৯ মে) শাহজাদপুর উপজেলা পরিষদের নির্বাচন। উক্ত নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন প্রার্থী। তারা হলেন,
(১)মোঃএ্যাডঃ আব্দুল হামিদ লাবলু, কাপ পিরিচ মার্কা (২) মোঃ মুস্তাক আহমেদ, কৈ মাছ মার্কা (৩) বীর মুক্তিযোদ্ধা মোঃ হালিমুল হক মিরু, আনারস মার্কা (৪) মোঃ সাইফুল ইসলাম, টেলিফোন মার্কা (৫) গোলাম সাকলাইন সেলিম, হেলিকপ্টার মার্কা (৬) মোঃইউনুস আলী, ঘোড়া মার্কা (৭) ইসমাইল হোসেন সুমন, দোয়াত কলম মার্কা (৮)হুমায়ুন কবির, মোটরসাইকেল মার্কা।ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোট ৪ জন প্রার্থী। তারা হলেন (১) মোঃমারুফ হোসেন সুনাম, চশমা মার্কা (২)মোঃ মাহবুবে সোবহান শেখ সজল (মিন্টু) টিউবওয়েল মার্কা (৩) মোঃ ফারুক সরকার, মাইক মার্কা (৪)সাইফুল ইসলাম প্রিন্স, তালা মার্কা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মোট ৩ জন প্রার্থী , তারা হলেন ( ১)মোছাঃ রুমি খাতুন প্রিয়া, ফুটবল মার্কা (২) মোছাঃ মৌসুমি রহমান বাবলা, হাঁস মার্কা (৩)মোছাঃ লাবনী খাতুন, কলস মার্কা