
কক্সবাজারের উখিয়ায় শিকারিদের কাছ থেকে ৩০১টি সাদা বক উদ্ধার করেছে বন বিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাসকারিয়া বিল এলাকার ধানখেত থেকে এসব বক উদ্ধার করা হয়। উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মীরা জানতে পারেন যে রাজাপালং ইউনিয়নের মাসকারিয়া বিলের ধানখেতে ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছে। পরে উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। তবে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা সরঞ্জাম ও শিকার করা পাখি ফেলে পালিয়ে যান। তাই এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় বিট কর্মকর্তা বজলুর রশিদ, বনকর্মী ও সিপিসি সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইন অমান্য করে দীর্ঘদিন ধরে একটি চক্র ধানখেতে জালের ফাঁদ বসিয়ে বক শিকার করে আসছে। এসব বক স্থানীয় বাজারে ৩০০ থেকে ৫০০ টাকা জোড়া বিক্রি হয়। শীত মৌসুমের আগেই অতিথি পাখিসহ বিভিন্ন ধরনের পাখি দেশের বিভিন্ন জলাশয়-বিলে আসবে। এসব পাখির নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানান স্থানীয় লোকজন।
বন কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, উদ্ধার হওয়া বকগুলো বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। রাতের খাবার হিসেবে বকগুলোকে ছোট মাছ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি বক আহত ও অসুস্থ রয়েছে। তাদের চিকিৎসা দিয়ে সবার উপস্থিতিতে বকগুলো পুনরায় অবমুক্ত করা হবে।