
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
শিক্ষকরা হলো জাতি গড়ার মূল কারিগর। তাই তারা যদি সৎ,দক্ষ ও নৈতিকতা সম্পন্ন না হয় তাহলে সুন্দর জাতি গঠন করা সম্ভব নয়।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে ৬ মার্চ ৫ই রমজান, বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি ডিগ্রী কলেজ মিলনায়তনে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসের সূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডঃ ফজলুর রহমান সাঈদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মাওঃ আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারী সামছুল আলমের সঞ্চালনায় তিনি আরো বলেন,তাক্বওয়া বা আল্লাহভীতি অর্জন করার জন্য আল্লাহ আমাদের ওপর ফরজ করে দিয়েছেন; তাই এ মোবারক মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে।তাই তিনি শিক্ষক সমাজকে মাহে রমযানের শিক্ষা বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান,জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)।
আরো বক্তব্য রাখেন, পাঁচবিবি মহাব্বতপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ গোলাম কিবরিয়া,ও পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম প্রমুখ। শেষে মাগরিব ওয়াক্তে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।