রাজিবুল ইসলাম,চকরিয়া (কক্সবাজার) নিজস্ব প্রতিনিধি :
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনের দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও নৈতিকতা সঞ্চারে তাঁর অবদান বিশেষভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি বর্তমান প্রধান শিক্ষক জনাব পান্না বড়ুয়া সদ্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনের বিদায় উপলক্ষে তাঁকে সম্মাননা প্রদান করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছা জানান।
এছাড়াও বিদ্যালয় এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষককে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের সাথে স্মৃতিচারণমূলক সময় কাটান এবং তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ধরনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি দৃষ্টান্তমূলক উদাহরণ, যা তাঁদেরকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনে উৎসাহিত করে।
এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যাগাজিন "আকাশ লীনা"-এর মোড়ক উন্মোচন করা হয়।
জনাব মো: ফরিদ উদ্দিন স্যারের দীর্ঘ ৩৪ বছরের শিক্ষা জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকারা তাঁকে বিদায় জানান। অনুষ্ঠানে শিক্ষার প্রতি তাঁর অবদান এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরা হয়। "আকাশ লীনা" ম্যাগাজিনে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং শিক্ষকদের অবদান ফুটে উঠেছে।