
দীঘিনালা প্রতিনিধি
উদাল বাগান উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান জাঁক জমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আজ (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতুরু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুছড়া উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক বিপুলেশ্বর চাকমা।
এ সময় সহকারী শিক্ষক শাক্যমুনি চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঙমা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী শিক্ষানুরাগী (অবঃ) প্রাপ্ত শিক্ষক আনন্দময় চাকমা সহ শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শাক্যমুনি চাকমা। বক্তারা বলেন, শিক্ষা অর্জন করে প্রথমে মানুষের মতো মানুষ হতে হবে । নৈতিকতা, আদর্শ ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। এরপর ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী বা যে কোনো পেশায় নিয়োজিত হয়ে মানব সেবায় কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়েও দিকনির্দেশনা দেন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন রেখা চাকমা, এলিমুনি চাকমা,এসমি চাকমা, সোনামুনি চাকমা,মুনিয়া চাকমা ,মৈত্রী চাকমা,স্নেহা চাকমা। বিদায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে অতিবাহিত সময়ের স্মৃতিচারণ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
আলোচনা শেষে বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।