
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের আলোচনা সভায় বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, অধিকার আদায়ে আন্দোলন, সংগ্রাম এবং অসামান্য কর্মজীবন তরুণ প্রজন্মের মানুষের মাঝে তুলে ধরতে ধরতে হবে । শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্হাপন করা হলে শিক্ষার্থীর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মতো শিক্ষার্থীদের মনে দেশপ্রেম বাড়বে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধ চর্চা কেন্দ্রের মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু, স্বাধীনতার সম্পর্কে জানতে পারবে। বাঙালি জাতির মুক্তির সনদ ৬৬ এর ঐতিহাসিক ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যূত্থান ও জাতির গৌরবোজ্জ্বল, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কাঙ্খিত স্বাধীনতা অর্জনের প্রধান নায়ক হিসেবে বঙ্গবন্ধুর অবদানের কথা তরুণ প্রজন্মের কথা তুলে ধরতে হবে। শিশুকাল থেকেই শিশুরা যেন জানতে পারবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।
রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের হল রুমে জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিএাংকন প্রতিযোগিতা, সৃজনশীল লিখা, আলোচনা সভা, ও দোয়া অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, সিনিয়র শিক্ষক দুলু চন্দ্র সূএধর, সিনিয়র শিক্ষক রায়হান উদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক ছন্দা রানী সাহা, শিক্ষক প্রতিনিধি নাজমুল শাহীন, সিনিয়র শিক্ষক নাসরিন জাহান, শিক্ষক প্রতিনিধি মরিয়ম বেগম, শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক জাকির হোসাইন প্রমুখ।
১৯৬৬ সালে বাংলাদেশের মন্ত্রীসভা ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে ” জাতীয় শিশু দিবস ” হিসেবে ঘোষণা করে। ১৯৯৭ সালের ১৭ মার্চ থেকে দিনটি সরকারি ভাবে জাতীয় শিশু দিবস পালন করে আসছে।
আলোচনা সভায় শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ,স্কুল ও কলেজ শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চিএাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। আলোচনা সভা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন।