মো:ওসমান গনি: শিবগঞ্জ (বগুড়া) নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে এক ভ্যান চালক জাহেদুল ইসলাম (৫৩) এর রহস্য জনক মৃত্যু। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে সোমবার দূপূর ১টায় শিবগঞ্জ পৌর এলাকার দহিলা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, অটোভ্যান চালক জাহেদুল ইসলাম এর সাথে ভাতিজা ওয়েজ কুরুন সাথে টাকা নিয়ে বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে চাচা-ভাতিজার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
হঠাৎ করে ভ্যান চালক জাহেদুল ইসলাম অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় বগুড়া শজিমেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এব্যাপারে নিহতর ছেলে বায়জিদ হোসেন বলেন, আমার বাবা বেশ কিছুদিন যাবৎ অসুস্থ্য ছিলেন। হঠাৎ আমার বাবা অসুস্থ্য হলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহতর বড় ভাই গোলজার হোসেন বলেন, আমার ছেলে ওয়েজ কুরুনীর সাথে ছোট ভাইয়ের টাকা পয়সা নিয়ে বিরোধ ছিলো।
এবিষয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ নিহতর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।