
নামঃ রুবেল ফারাজী .শিবচর(মাদারীপুর)নিজস্ব প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪০) তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী নার্স কয়েক বছর ধরে ওই হাসপাতালে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, আপেল মাহমুদ তাকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে গিয়ে তিন দিন আটকে রেখে ধর্ষণ করেন। পরে ভুয়া বিয়ের নথি তৈরি করে তাকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, আপেল মাহমুদের বিরুদ্ধে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শিবচর থানায় মামলা দায়ের করেছে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রতন শেখ, জানিয়েছেন আজ শুক্রবার সকালে আপেল মাহমুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।