বাড়িবাংলাদেশেঢাকা বিভাগশিবচরে মা ও ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

শিবচরে মা ও ছেলেকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

মোঃ আজিজুল হক, শিবচর উপজেলা প্রতিনিধি।

মাদারীপুর জেলার শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতাবস্থায় আছুরা বেগম(৪৩) ও তার ছেলে সাজ্জাদ মাতুব্বর(২২) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবচর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে মৃত আনোয়ার মাতুব্বরের স্ত্রী আছুরা বেগম ও ছেলে সাজ্জাদ মাতুব্বরকে ঘর থেকে বের করে বেধড়ক পিটিয়ে আহত করে প্রতিবেশী রশিদ মাতুব্বর ও তার লোকজন। গত সোমবার(২১ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

শিবচর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি জমা নিয়ে অনেকদিন আগে থেকেই রশিদ মাতুব্বরের সাথে আছুরা বেগমদের বিরোধ চলে আসছে। গত সোমবার রাতে জরুরী কথা বলে বলে ঘরের দরজা খুলতে বলে। পরে দরজা খুললেই অতর্কিত ভাবে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ঘর থেকে বের করে নারকেল গাছের সাথে বেঁধে মারধর করে। পরে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে শিবচর হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী জানিয়েছে, এমনভাবে মা ও ছেলে নির্যাতন করা হয়েছে সেটা আগে কেউ কোনদিন দেখেনি। এলাকার প্রভাবশালী হওয়ায় রশিদ মাদবর ও তার ছেলে অসহায় পরিবারটির উপর এমন নির্যাতন করার সাহস পেয়েছে। এর কঠিন বিচার হলে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস পাবে না।

আহত সাজ্জাদ মাতুব্বর বলেন,’আমাদের জমি নিয়ে ৮ বছর ধরে রশিদ মাতুব্বরের সাথে ঝামেলা চলতেছে। আমরা আদালতে মামলা করেছি। মামলা করার কারণে গত সোমবার রাতে আমাদের উপর হামলা করে। গাছের সাথে বেঁধে মারধর করে।’

তিনি আরও বলেন,’রাতে আমরা ঘরে শুয়ে পড়েছিলাম। জরুরী কথা আছে বলে দাদীকে দিয়ে আমাদের ডেকে উঠায়। দরজা খুলতেই ১০/১২ জন লোক লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়ে। টেনে-হিঁচরে আমাকে, ছোট ভাইকে ও মাকে বের করে পিটাতে থাকে। পরে গাছের সাথে বেঁধে মারধর করে। আমাকে হত্যার উদ্দেশ্যে মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেয়। আমরা তাদের কঠোর শাস্তির দাবী জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে নিলখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার বলেন,’ওরা একই বাড়ির লোকজন। বাড়ির জায়গা নিয়ে অনেক দিনের বিরোধ। স্থানীয়ভাবে মীমাংশার চেষ্টা করা হয়েছিল। এর আগে একাধিকবার তাদের নিয়ে বসাও হয়েছিল। এদিকে গত সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। আমি এলাকায় নেই এখন। বাড়িতে এসে বিষয়টি খোঁজ খবর নেবো।’

এদিকে ঘটনার পর অভিযুক্ত রশিদ মাতুব্বরসহ অভিযুক্তরা গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতার হোসেন বলেন,’আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছের সাথে বেঁধে মারধরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয় নি।মা ছেলেকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments