বাড়িবাংলাদেশেঢাকা বিভাগ শিবপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা পুলিশকে মারধর করার ঘটনায় দল থেকে বহিষ্কার

 শিবপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা পুলিশকে মারধর করার ঘটনায় দল থেকে বহিষ্কার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশকে মারধর করার অভিযোগে  স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক ( যুগ্ন- সম্পাদক পদমর্যাদা)  কাজী আবদুল্লাহ আল- মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে মঙ্গলবার এ তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্হী কর্মকান্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলার শিবপুর উপজেলা শাখার সদস্য সচিব মো. আবিদ হাসান জজ মিয়া কে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতা কর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান বহিষ্কারের সিদ্ধান্তের অনুমোদন করেন।
স্বেচ্ছাসেবক দলের ওই নেতার নাম আবিদ হাছান জজ মিয়া শিবপুর থানায় সোমবার দিবাগত রাতে শিবপুর থানায় এ ঘটনা ঘটে । সে উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
শিবপুর থানা সূত্রে জানা যায়, উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া। থানায় উপস্থিত হয়েই হাজত খানায় নাদিমের সাথে দেখা করতে যেতে চায় । এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য  সবুজ মিয়া তাকে বাঁধা দেয়।এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য  সবুজ মিয়াকে মারধর করে।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাঁধা দেয়ার ফলে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments