
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের “সহকারী শিক্ষক ” নিয়োগের লিখিত পরীক্ষা ২৯ শে মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নরসিংদীতে ১৫ টি পরীক্ষা কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টার পর কোন অবস্থাতেই কোন পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেয়া হবে না। মোবাইল, ক্যালকুলেটর সহ কোন ইলেক্ট্রনিক ডিভাইস সাথে নেয়া যাবে না। এমনি মহিলারা তাদের ব্যাগ ও সাথে নিতে পারবেন না। পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘন্টা আগে পরিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। হিজার কিংবা বরকা পড়া মহিলা পরীক্ষর্থীদের পরীক্ষা হলে পরীক্ষার সময় কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে।কোন পরীক্ষার্থীকে সন্দেহ হলে কানের ভিতরে টসলাইট দেখতে হবে কোন ইলেক্ট্রনিক ডিভাইস আছে কিনা।
নরসিংদী জেলা প্রাথমিক অফিসার মো.শহীদুল হক এক অফিস আদেশের মাধ্যমে নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলো নিশ্চিত করেছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ২ জন করে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
নরসিংদী সরকারি কলেজ, পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১ শত জন। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নূর মো. রুহুল ছগীর, ইউইও, শিবপুর শিক্ষা অফিস, মো জামাল উদ্দিন, এইউইও,রায়পুরা শিক্ষা অফিস ।
নরসিংদী সরকারি কলেজ অর্নাস ভবন পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২ শত জন, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন ইউইও , রায়পুরা উপজেলা শিক্ষা অফিস, জিয়াছমিন বেগম, এইউইও, শিবপুর উপজেলা শিক্ষা অফিস।
ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়, পরীক্ষার্থীর সংখ্যা ৭ শত জন, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, এইউইও, নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিস, জিয়াছমিন বেগম, এইউইও, শিবপুর উপজেলা শিক্ষা অফিস।
নরসিংদী সরকারি মহিলা কলেজে, পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার জন, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা দিলরুবা ইয়াছমিন,এইউইও, পলাশ উপজেলা শিক্ষা অফিস, বীনা রানী সরকার, এইউইও, শিবপুর উপজেলা শিক্ষা অফিস।
নরসিংদী বালিকা বিদ্যানিকেতন, পরীক্ষার্থীর সংখ্যা ৮ শত জন। কেন্দ্রর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রহমান এইউইও, রায়পুরা উপজেলা শিক্ষা অফিস, রাকিব হাসান, এইউইও, শিবপুর উপজেলা শিক্ষা অফিস।
নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীর সংখ্যা ৭ শত জন, কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান, এইউইও, মনোহরদী উপজেলা শিক্ষা অফিস, মাসুদুুল হান্নান, এইউইও, রায়পুরা উপজেলা শিক্ষা অফিস।
সাটিরপাড়া কালী কুমার স্কুল এন্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪ শত জন। কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান, এইউইও, মো. জহিরুল ইসলাম, এইউইও, বেলাব উপজেলা শিক্ষা অফিস।
ইউ এম সি আর্দশ বিদ্যালয়, পরীক্ষার্থী ৫ শত জন, কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বারী, ইনস্ট্রাক্টর, ইউআরসি, শিবপুর, মোহাম্মদ হাফিজুর রহমান, এইউইও, শিবপুর উপজেলা শিক্ষা অফিস।
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়, পরীক্ষার্থীর সংখ্যা ৫ শত জন, কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, ইন্ডাক্টর, ইউআরসি, মোহাম্মদ হাফিজুর রহমান, এইউইও, নরসিংদী সদর শিক্ষা অফিস।
নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস, পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩ শত জন, পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন আহমেদ, ইন্সাক্ট্রক্টর, ইউআরসি, অনিতা পাল, এইউইও, নরসিংদী সদর শিক্ষা অফিস।
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার, কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উমর ফারুক, এইউইও, বেলাব উপজেলা শিক্ষা অফিস, শারমিন আখতার, এইউইও, শিবপুর উপজেলা শিক্ষা অফিস।
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট, পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার জন, কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. মিলন মিয়া, এইউইও, পলাশ উপজেলা শিক্ষা অফিস, ছাবিকুন্নাহার রোজি, এইউইও, সদর উপজেলা শিক্ষা অফিস।
মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন, পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ২ শত জন,কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম, এইউইও, সদর উপজেলা শিক্ষা অফিস, হাসিনা রহমান, এইউইও, শিবপুর উপজেলা শিক্ষা অফিস।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ১ শত জন, কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, এইউইও, মনোহরদী উপজেলা শিক্ষা অফিস, জুলেখা শারমিন, ইউইও, বেলাব উপজেলা শিক্ষা অফিস।
ব্রাহ্মন্দী গার্লস স্কুল এন্ড কলেজ, পরীক্ষার্থী সংখ্যা ৭ শত ৫১ জন, পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি, মনোহরদী, কবির হোসাইন, এইউইও, সদর শিক্ষা অফিস।
নরসিংদী জেলায় ১৫ টি কেন্দ্রে ১৪ হাজার ২ শত ৫১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক ” নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মাসুম বিল্লাহ জানান, আজ সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে কক্ষ প্রত্যবেক্ষকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঁচদোনা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ৪৪ জন শিক্ষককে নিয়োগ পরীক্ষার দায়িত্ব পালনের সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি।