
নাগেশ্বরী(কুড়িগ্রাম)বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটায় সকাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বরিবার (১৬ মার্চ) ক্লাবের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের ফারুক আহমেদ (সাজু) প্রভাষক, কচাকাটা কলেজ।
তিনি বলেন, ক্রীড়াঙ্গনে ক্লাবটিকে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় ক্লাবের অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্লাবের প্রশিক্ষক জনাব মোঃ জহুরুল ইসলাম, মোঃ মাইদুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম (মিলন) ও মোঃ ফখরুল ইসলাম প্রমূখ।