বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুরের রূপকথা হলে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে ফিরছেন শত শত...

শেরপুরের রূপকথা হলে উপচে পড়া ভিড়, জায়গা না পেয়ে ফিরছেন শত শত দর্শক

মোঃ মারুফ হোসেন , ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

শেরপুরের একমাত্র প্রেক্ষাগৃহ ‘রূপকথা সিনেমা হল’-এ চলছে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা, আর সেটিকে ঘিরেই শহরে যেন বইছে উৎসবের হাওয়া। ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন সিনেমা হলে। তবে আশ্চর্যের বিষয় হলো—টিকিট সংকট নয়, হলের ভেতরে বসার মতো পর্যাপ্ত জায়গা নেই! ফলে অনেকেই টিকিট হাতে নিয়েও সিনেমা না দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
প্রতিদিন ৫টি করে শো চালু থাকলেও, দর্শকের চাপে সামাল দিতে হিমশিম খাচ্ছে হল কর্তৃপক্ষ।
হলের টিকিট মাস্টার নিখিল চন্দ্র দে বলেন, “আমরা এত দর্শক অনেক দিন পর দেখছি। সকাল থেকে রাত পর্যন্ত শো চলছে, কিন্তু জায়গার অভাবে অনেককেই বসাতে পারছি না। আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই।”
দর্শকদের মধ্যে অনেকেই বলছেন, “শাকিব খানের ছবি দেখতে এসে টিকিট পেয়েছি ঠিকই, কিন্তু হলে ঢুকতেই পারিনি। বসার জায়গা নেই—এমন অভিজ্ঞতা জীবনে প্রথম।”
শুধু একটি সিনেমাকে ঘিরেই শেরপুরের মতো শহরে এমন দর্শক উপস্থিতি সিনেমা শিল্পের প্রতি মানুষের আগ্রহের বড় প্রমাণ। সংস্কৃতি কর্মীরা মনে করছেন, এই ধরনের উন্মাদনা বাংলা সিনেমার জন্য আশার আলোর ইঙ্গিত বহন করে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments