
মোঃ মারুফ হোসেন, শেরপুর শিক্ষানবিশ প্রতিনিধি
দারিদ্রতাকে জয় করে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে শেরপুরের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান ইভা। ভর্তি ফি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার বাবা। শেরপুর জেলা শহরের নওহাটার দরিদ্র সিএনজি চালিত আটোরিকসা চালক মো. এমরান আলী। জানতে পেরে ইভার পাশে দাঁড়িয়েছেন শেরপুরের জেলা প্রশাসক। ইসরাত জাহান ইভার হাতে ভর্তি ফি বাবদ নগদ ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, এনডিসি জিএমএ মুনীব ও ইভার বাবা এমরান আলী প্রমূখ।
ইসরাত জাহান ইভা নওহাটার উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। পরবর্তীতে শেরপুর সরকারি কলেজে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করে। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।