বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুরে পলিটেকনিকের ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে...

শেরপুরে পলিটেকনিকের ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা

মোঃ সৌরভ হাসান,শেরপুর সদর (শেরপুর) শিক্ষানবিশ প্রতিনিধি
শেরপুরে পলিটেকনিকের ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ রিট বাতিল এবং যৌক্তিক দাবি পূরণের লক্ষ্যে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। ক্রাফট হটাও ইন্জিনিয়ার বাচাঁও এই শ্লোগানকে সামনে রেখে ২০শে মার্চ, বৃহস্পতিবার, সকালে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। মিছিলটি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ভাতশালা থেকে শুরু করে জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে এসে উপস্থিত হয় ও জেলা প্রশাসক এর নিকট বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে স্মারক লিপি প্রধান করেন। মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আন্দোলন সম্পর্কে জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ শেরপুর এর সভাপতি ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী রিফাত খান বলেন এসএসসি পাশ করা স্টুডেন্টরা ১০ম গ্রেডের চাকরি করা মানে ডিপ্লোমা ইন্জিনিয়ারদের প্রাপ্য অধিকার থেকে বিরত রাখা এবং অসম্মানিত করা এই বিষয়গুলো প্রতিরোধেই আন্দোলন করা। এছাড়াও তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, 
১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে।
২. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক “ডিপ্লোমা প্রকৌশল” ডিগ্রি থাকতে হবে।
৩. ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।
৪. কারিগরি (পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
৫. কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।
৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
এই সকল দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না এবং পরীক্ষা বর্জন করেছে পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments