বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুরে বস্ত্র-দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

শেরপুরে বস্ত্র-দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

মোঃ মারুফ ,ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

ঈদকে সামনে রেখে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন শহর শাখার আয়োজনে ৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল এবং শহরের মুন্সিবাজার গোয়ালপট্টি বস্ত্র ব্যবসায়ী এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় তারা জানায়, ‘তাদের পরিবারের কেউ এমনকি বাবা-মা মারা গেলেও কোন ছুটি দেয়া হয় না। পরিবারের কারো মৃত্যুজনিত কারণে বাড়িতে চলে গেলে সেদিনের বেতন কর্তন করা হয়। যা মানবাধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি। ‘এ সময় তারা ৫ দফা দাবির পক্ষে নানা স্লোগান দেন এবং দাবি সমূহ মানা না হলে তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে না বলে ঘোষণা দেন।
তাদের ৫ দফা দাবি হলো, ১। ঈদুল ফিতরে কর্মচারীদের বেতনের সমপরিমাণ বোনাস প্রদান, ২। উদুল আযহাতে কর্মচারীদের বেতনের ৫০% বোনাস প্রদান, ৩। শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রতিটা শ্রমিকের ৮ ঘণ্টা ডিউটির নিয়ম বাস্তবায়ন, ৪। বাৎসরিক সরকারি ছুটির তালিকা অনুযায়ী সমিতির সদস্যদের ছুটি মঞ্জুর, ৫। সংগঠনের কার্ডধারী সদস্য ব্যতীত অন্য কোনো শ্রমিক দোকানে ডিউটি করতে পারবে না মর্মে আদেশ এবং শ্রমিকদের মৃত্যুকালীন ভাতা প্রদানের দাবি।
ধর্মঘটের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি রাজন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিল। সমিতির সূত্রে জানা গেছে শহর শাখায় তাদের সদস্য সংখ্যা রয়েছে দুই শতাধিক।
এবিষয়ে জানতে চাইলে শেরপুরের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী “মাহবুব ফ্যাশন” এর মালিক আলহাজ মো. মাহবুবুর রহমান বলেন, ‘এই আন্দোলন ও দাবিদাওয়ার সাথে গার্মেন্টস দোকানের শ্রমিক কর্মচারীদের কোন সম্পৃক্ততা নেই।”
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments