প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১১:২৭ এ.এম
শৈলকুপায় কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ হোসেন আলী বিশ্বাস শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহের শৈলকুপা কৃষি অফিস এর আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসনাত আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল আহমেদ, উপজেলা , সহকারী কমিশনার ভূমি এস এম সিরাজুস সালেহীন, কৃষি সম্প্রসারন অফিসার অভিজিৎ ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঞ্জুর হোসেন প্রমূখ। এসময় কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কৃষি উদ্যোক্তা, উপকারভোগী কৃষক, কৃষাণী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। আগামী ২০ ফেব্রুয়ারি কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত