বাড়িবাংলাদেশেখুলনা বিভাগশৈলকুপায় বিপ্লব সুপার হাইব্রিড পেঁয়াজ এর মাঠদিবস অনুষ্ঠিত ।

শৈলকুপায় বিপ্লব সুপার হাইব্রিড পেঁয়াজ এর মাঠদিবস অনুষ্ঠিত ।

হোসেন আলী বিশ্বাস শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপায় ইস্ট ওয়েস্ট সীড, বাংলাদেশ এর আয়োজনে বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ এর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকালে শৈলকুপার ৭ নং হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে জাকির বিশ্বাসের বাড়ি প্রাঙ্গনে এ মাঠদিবস অনুষ্ঠিত হয়। জাকির হোসেন বিশ্বাস এর সভাপতিত্বে এবং কোম্পানীর মার্কেটিং ডেভলপমেন্ট অফিসার রাশিদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির আঞ্চলিক বিপনন কর্মকর্তা জুলফিকার হাবীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমুজ্জামান ও কণৌজ কুমার, শৈলকুপা উপজেলার বীজ ডিলার আনোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম সাচ্চু। বক্তব্য রাখেন হরিহরা গ্রামের কৃষক শহিদুল ইসলাম, কৃষক রফিকুল ইসলাম, কৃষক বাবলু বিশ্বাস, কৃষক নাসির উদ্দীন প্রমূখ। কৃষকেরা জানান বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ চাষে তারা লাভবান হয়েছেন, এ পেয়াজ চাষ করে একর প্রতি ফলন ৩০০ থেকে ৩৬০ মন ফলন পেয়েছেন, এ পেয়াজ এক কন্দ বিশিষ্ট, কালি হয়না, বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। বাজারে দামও স্বাভাবিক
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments