
মোঃ হোসেন আলী বিশ্বাস, শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
দেশের খ্যাতিমান ব্যক্তিত্ব, রাজশাহী বি আই টির সাবেক পরিচালক, শিক্ষাবিদ প্রকৌশলী ড. ওয়ালিউজ্জামান এর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার (১৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা, শিক্ষাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনার আয়োজন করেছে ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দীন খান পিএইচডি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সভাপতিত্ব করবেন জ্বালানী বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম। অনুষ্ঠানে শৈলকুপা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক প্রতাপ চন্দ্র সাহাকে সম্মাননা প্রদান করা হবে। ড. ওয়ালিউজ্জামান ঝিনাইদহের শৈলকুপায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব, কৈশোরোরের দিনগুলো কেটেছে শৈলকুপায় মামাবাড়িতে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠও এখানেই সমাপ্ত করেন। তিনি ২০০৮ সালের ১৫ মার্চ পরলোক গমন করেন৷ মৃত্যু পরবর্তি বছর থেকে তাঁর নামে পরিবার ও কৃতি ছাত্র, জ্বালানী বিশেষজ্ঞ প্রকৌশলী অধ্যাপক ড. শামসুল আলম এর তত্ত্বাবধানে শৈলকুপা উপজেলায় চালু করা হয়েছে ড. ওয়ালিউজ্জান ফাউণ্ডেশন শিক্ষাবৃত্তি। প্রতি বছর ২৫ ডিসেম্বর উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে একটি মুল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৫ মার্চ ড. ওয়ালিউজ্জামান এর মৃত্যুদিবসে এ বৃত্তি প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়ন থেকে ৩ জন করে মোট ৪৫ জনকে সাধারণ গ্রেডে এবং মেধার ভিত্তিতে ৫ জনকে ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে স্মরণসভা ও তাঁর নামে শৈলকুপার একজন কৃতি মানুষকে সম্মাননা দেওয়া হয়ে থাকে।