বাড়িবাংলাদেশেখুলনা বিভাগশৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠুও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠুও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মোঃ হোসেন আলী বিশ্বাস, শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।

 ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ রেজা (মন্নু) ৭৩ হাজার ৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম হোসেন পেয়েছেন ৭১ হাজার ৮৮০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা নাসরিন লিপি বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় এবং বিরতিহীন ভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট গ্রহন শেষে নিন্মোক্ত ফলাফল ঘোষনা করা হয়।

চেয়ারম্যান পদে-মোস্তফা আরিফ রেজা মন্নু (মোটরসাইকেল) -৭৩,৬৭৬,শামিম হোসেন মোল্লা (দোয়াত কলম)-৭১৮৮০,নিলুফা ইয়াসমিন (আনারস)-১০৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে-জাহিদুন্নবী কালু (চশমা)- ৭৫২৭৭,শাকিল আহম্মেদ (তালা) -৫০৯২০, আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দার (জাহাজ) – ১২৪১৮, ওহিদুল ইসলাম (টিউবওয়েল) – ৫৫৭৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে-আফরোজা নাসরিন লিপি (হাঁস)-৭৩৬৩৩,রাফেজা খাতুন ফুটবল -৫৯০৬১

শাফিয়া খাতুন (কলস) -১১৫২৮ ভোট।

ঝিনাইদহ জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, শৈলকুপা উপজেলায় ৪৮ শতাশং ভোট পড়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments