মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি
বেঙ্গল স্টুডিওর মালিক, চুলা গ্রাম তথা নরসিংদী জেলার প্রবাদ পুরুষ এ কে এম বজলুর রহমান সাহেবের বড় ছেলে "মশিউর রহমান খোকন (৭১)" গত বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ঢাকা শ্যামলীর স্প্যালাইড হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন, ইন্না-লিল্লাহি অইন্না আলাইহি রাজিউন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এম এ করেছিলেন।তাঁর পরিবার এবং তিনি অনেক জনকল্যাণমুখী কাজ করে গেছেন।ব্যাক্তিগত ও সামাজিক জীবনে তিনি একজন ভাল মানুষ ছিলেন। মৃত্যু কালে তিনি তাঁর মা,স্ত্রী,দুই কন্যা এবং আমেরিকা প্রবাসী এক ভাই রেখে গেছেন।
আমরা মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছি, আমীন।