আব্দুল কাইয়ুম,শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা।
মাগুরা শ্রীপুরে দুই কৃষকের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।
সোমবার (১০জুন) দিবাগত রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের রঞ্জন কুমার মণ্ডল ও রাম কুমার মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় চোরেরা রঞ্জন কুমার মণ্ডলের গোয়ালঘর থেকে একটি এড়ে ও একটি বকনা এবং রাম কুমার মণ্ডলের গোয়ালঘর থেকে দুইটি বকনা গরু চুরি করে।
রঞ্জন কুমার মণ্ডল জানান, রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। ভোরবেলা ঘুম থেকে উঠে গরুর গোয়ালে গিয়ে দেখেন একটাও গরু নেই। তারা অনেক খোঁজাখুঁজি করেও চারটি গরুর কোনো সন্ধান পাননি।
তিনি আরো বলেন, আমাদের একমাত্র সম্বল এই গরু হারিয়ে আমরা পথের ফকির হয়ে গেছি। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য কমপক্ষে পাঁচ লাখ টাকা। আমরা চুরি হওয়া গরুগুলো খোঁজাখুঁজি করতে সারাদিন বিভিন্ন স্থানে ছুটা-ছুটি করেছি। অবশেষে থানায় অভিযোগ দেয়া হয়েছে।