প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৬:২৭ পি.এম
শ্রীবরদীতে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত

মোঃ মারুফ হোসেন, শেরপুর শিক্ষানবিশ প্রতিনিধি
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শ্রীবরদী সরকারী কলেজের অধ্যক্ষ বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে উপজেলা,পৌর এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এসময়, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের শোভন শাহরিয়ার রাফি,সদস্য সচিব জাকির খান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব এরিক হাসান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগ, হৃদয় হাসান ,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য আশিক, নাসির, খড়িয়া কাজিরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রহমান,কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিশির আহমেদ কুয়াশসহ ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত