বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপাসিয়া(গাজিপুর)বিশেষ প্রতিনিধি

গাজীপুর কাপাসিয়ায় প্রথমধাপের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহীঅফিসার একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা বিআরডিপি কর্মকর্তা দিলারা আক্তার মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, জেলা রিটার্নিং কর্মকর্তা এএইচ কামরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) রিফাত নূর মৌসুমী,থানা অফিসার ইনচার্জ আবুবকর মিয়া।

এ-সময় প্রধান অতিথি বক্তব্য বলেন,  আগামী ৮ মে সুষ্ঠু-সুন্দর পরিবেশে একটা স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন। নির্বাচনে আপনারা যথাযথ দায়িত্ব পালন করবেন জেলার প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কঠোর ভুমিকা পালন করবেন। কোনরকম শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে জানান জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম।

উল্লেখ্য, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২০১ জন,পুরুষ ১লাখ ৫৭ হাজার ৩ শ’ ৬২ জন, নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার  ৮ শ’ ৩৯ জন। প্রিজাইডিং কর্মকর্তা ১১৯ জন,সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৭৫১ জন,পুলিং অফিসার ১৫০২ জন। ভোটকেন্দ্র  ১১৯ টি,ভোট কক্ষ ৭৫১ টি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে আগামী ৮ মে ভোট অনুষ্ঠিত হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments