
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, পলাশের সকল ধর্মের মানুষ মিলে মিশে শান্তিতে বসবাস করবে। পলাশ একটি ফুলের নাম, এই সুন্দর একটি নাম নিয়ে পলাশ থানা সৃষ্টি হয়েছিল। সেই পলাশের প্রতিটি মানুষ সুন্দর ভাবে জীবন যাপন করবে। মিলেমিশে ও সুখে শান্তিতে থাকবে। পলাশের মানুষ ঝগড়া বিবাদ করবে না। একে অপরকে কোন ক্ষতি করবে না, মিথ্যাচার ও অন্যায় কাজ করবে না। আমরা মানুষ হিসেবে সারা বাংলাদেশে পলাশ উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা প্রতিষ্ঠিত করবো।
মঙ্গলবার রাতে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের ভিরিন্দা এলাকার দ্বীনবন্ধু সেবা সংঘ মন্দিরে ২৫তম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী মহোৎসবের অনুষ্ঠানে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম চর্চাকে প্রসংশা করে বলেন, আমরা এ অঞ্চলে একত্রে মিলে মিশে বসবাস করি। ধর্ম, সংস্কৃতি নিয়ে আমরা সবাই মিলে মিশে একএে বসবাস করি। আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের নাম হচ্ছে মানুষের ধর্ম। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলে তুমি অন্যায়, পাপ ও অত্যাচার করো। সকল ধর্মের মূল কথা হচ্ছে এক। মানুষের যে ধর্ম তা হচ্ছে মানুষ মানুষকে সম্মান করবে, কেউ কারও উপর জুলুম, অত্যাচার, মিথ্যাচার ও ক্ষতি করবে না। আর এটাই হচ্ছে মানুষের ধর্ম। আমরা সেই ধর্মে বিশ্বাস করি বলেই পলাশে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে শান্তিতে বসবাস করি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ডাংগা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ইকবাল,ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।