রিদুয়ানুল বারী, (সন্দ্বীপ) চট্টগ্রাম
সরকারি বেসরকারি যৌথ মালিকানার শাখা উপশাখায় দেশের সর্ববৃহৎ ব্যাংক আইএফআইসি (IFIC) ব্যাংক পিএলসি সন্দ্বীপ শাখা ও শিবের হাট উপশাখার উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মায়েদের নিয়ে জননীর জন্য ভালোবাসা শীর্ষক এক শুভেচ্ছা বিনিময় ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ এনাম নাহার মোড়ে শাখার নারী অফিসার বৃন্দের সাথে মতবিনিময় ও বৃক্ষ উপহার কর্মসূচি,
৫ জুন বুধবার বেলা ১১ টায় সেনের হাট আইএফআইসি ব্যাংকে অনুষ্ঠিত হয়। ব্যাংকের সন্দ্বীপ শাখার অপারেশন ম্যানেজার মো: আল আমিনের সঞ্চালনায় মতবিনিময়ে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার কাজী মো: কাইসার হামিদ। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন শাখার ক্রেডিট ডিপার্টমেন্টের কর্মকর্তা মো: সাইফুল খান, মার্কেটিং এন্ড সেলস ডিপার্টমেন্টের কর্মকর্তা মো: আমিনুর রসুল, জেনারেল ব্যাংকিং কর্মকর্তা আকাশ নাথ ও মেহেদী হাসান রিজভী, শিবের হাট উপশাখার অফিসার ইন চার্জ মো: নাইম উদ্দিন ও মো: আব্দুর রহিম, বাংলাদেশ নারী প্রগতি সংঘের অফিসার মনোয়ারা বেগম, ইভা রানী দাস,শিল্পী রানী শীল,পারভীন আক্তার, সুচিএা দাস,পেয়ারা বেগম,সাবিনা ইয়াসমিন, তানিয়া আক্তার, রাবিয়া সুলতানা।বক্তারা সমাজের প্রান্তিক পর্যায়ের পরিবার ব্যবস্থাপনায় মায়েদের অসীম অবদান, দেশের সর্বস্তরের উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের নিজ যোগ্যতায় অংশগ্রহণ ও নারীদের স্বাবলম্বিতা অর্জনে আর্থিক প্রতিষ্ঠান গুলোর বিভিন্ন রকম কর্মসূচির উপর আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল মায়েদের সম্মাননা হিসেবে সব সময়ের পরিবেশ বন্ধু ফলজ বৃক্ষ উপহার হিসেবে প্রদান করা হয়।