
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপে রশিদা- আহাদ তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আলহাজ্ব মাষ্টার নুরুল আহাদ তালুকদার স্মরণে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বুধবার বিকাল ৫ টায় নুরুল আহাদ তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের সুযোগ্য জ্যৈষ্ট পুত্র মৎস্য অধিদপ্তরের বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আকতার মিলাদ।
মো: সামছুদ্দীন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ প্রেসক্লাব সেক্রেটারী সাংবাদিক ওমর ফয়সাল, সাউথ সন্দ্বীপ কলেজের সাবেক প্রভাষক মাহমুদুল হাসান,মিজানুর রহমান, মাইটভাঙ্গা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন, মাষ্টার সাইফুল ইসলাম, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক ইউসুফ আলী মামুন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান।
উল্লেখ্য যে মাষ্টার নূরুল আহাদ তালুকদার একাধারে একজন শিক্ষক, শিক্ষক নেতা ও সমাজ সেবক ছিলেন। তিনি নূরুল আহাদ তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাসহ অনেক সামাজিক কর্মকান্ডের একজন সফল সংগঠন হিসেবে অত্রাঞ্চলের মানুষের হৃদয়ে স্হান করে নিয়েছেন। তিনি শিবেরহাট তালুকদার মার্কেটের স্বত্বাধিকারী, শিবের হাট ব্যাবসায়ী সমিতির ও সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।
বক্তারা মরহুম মাস্টার নূরুল আহাদ তালুকদারের জীবন স্মৃতি চারন করে এলাকার নব প্রজন্মকে এসকল মহান ব্যক্তিদের অনুকরণের মাধ্যমে সমাজ বিনির্মানের আহবান করেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন।
এসময় মরহুমের সন্তান নুরুল মোমেন তালুকদার, আলাউদ্দিন পারভেজ তালুকদারসহ দক্ষিণ সন্দ্বীপের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজ শিক্ষক বৃন্দ, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে আগত একঝাঁক তরুণ শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।