
রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম
সম্প্রসারিত টীকাদান কর্মসূচির আওতায় প্রাপ্ত টীকা হতে বঞ্চিত সন্দ্বীপের হাজার হাজার শিশু।শূর্ন্য থেকে আঠার মাস বয়সী শিশুরা ১০ টি রোগের প্রতিরোধক হিসাবে এই টীকাগুলো পেয়ে থাকে।জানা যায় গত ২৯ শে নভেম্বর থেকে স্বাস্থ্য সহকারীগন তাদের বেতন গ্রেড উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতি পালন করে আসছে।এতে করে পুরো বাংলাদেশের ন্যায় সন্দ্বীপে ও হাজার হাজার শিশু টীকা থেকে বঞ্চিত। শুধু তাই নয়,এই কর্মবিরতির কারনে গর্ভবর্তী মহিলাগন তাদের গর্ভকালীন টিটি টীকা হতে বঞ্চিত। তাছাড়াও ইপিআই কর্মীদের থেকে জানা গেছে সন্দ্বীপে কয়েকমাস ধরে টিকা পর্যাপ্ত সাপ্লাই পাচ্ছে না। ফলে একটি শিশুর জন্মের পর রাষ্ট্র থেকে বেঁচে থাকার যেসকল অধিকার পাবার কথা তার মধ্যে অন্যতম এই টিকা সমুদ্র থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই বিষয়ে আলাউদ্দিন নামে স্থানীয় একজন লোকের সাথে আলাপকালে তিনি বলেন তার বাচ্ছার বয়স তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তিনি বাচ্ছাকে কোন টীকা দিতে পারে নাই।করিম নামে আরেকজন লোকের সাথে আলাপকালে তিনি বলেন তার স্ত্রীর নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও তিনি গর্ভকালীন টিটি টীকা দিতে পারে নাই।এতে করে সন্দ্বীপে শিশুদের অভিভাবকগন খুবই চিন্তিত।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস এর সাথে আলাপ করলে তিনি জানান তাদের দাবির বিষয়ে সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চেষ্টা চলমান। তিনি আশা করেন অতি শীগ্রই তাদের সমস্যা সমাদানের মাধ্যমে তারা কাজে যোগদান করবেন।
তবে টিকা সাপ্লাই না থাকার বিষয়টি তিনি এড়িয়ে যান।

