
সন্দ্বীপ প্রতিনিধি—–
চট্টগ্রামের সন্দ্বীপে পবিত্র রমজান উপলক্ষে
ষোলশহর ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ৯ নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ষোলশহর বাজার সংলগ্ন স্হানীয় স্টেডিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া এ পোগ্রামে সভাপতিত্ব করেন মাওলানা আবুছাফা। বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়নের সেক্রেটারী আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর জেলা আমীর সন্দ্বীপের মানুষের অবিসংবাদিত নেতা আলাউদ্দিন শিকদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন টির মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর -প্রভাষক
মাওলানা মোশাররফ হোসাইন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম ও আবু তালেব সহ পাঁচ শতাধিক মানুষ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাবেদ হোসাইন।
পরে উত্তর জেলা আমীর পেলিশ্যার বাজার আইডিয়াল পাঠাগারে এক পথসভায় মগধরার বিভিন্ন ওয়াার্ড থেকে আগত হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে রোজা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন।