বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসন্দ্বীপে প্রাথমিক শিক্ষা পরিবারের মিলন মেলা -২০২৫ সম্পন্ন

সন্দ্বীপে প্রাথমিক শিক্ষা পরিবারের মিলন মেলা -২০২৫ সম্পন্ন

রিদুয়ানুল বারী – সন্দ্বীপ- চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপে  প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহাসিক মিলন  মেলা। 
১ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সকাল থেকে  নৈসর্গিক সন্দ্বীপের মনোরম পর্যটন স্পট বে- ভিউ গার্ডেনে এ আয়োজন অনুষ্ঠিত হয়  এ মিলন মেলা । অনুষ্ঠানে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পরিবারের নিজস্ব শিল্পী ও আমন্ত্রিত শিল্পীদের  অংশ গ্রহনে সঙ্গীতানুষ্ঠান, শিক্ষকদের এবং  আগত শিশুদের আলাদা আলাদা  অংশ গ্রহনে ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়। মিলন মেলার প্রধান আকর্ষণ ছিলো লক্ষাধিক টাকার  র্যাফেল ড্র যার প্রথম পুরষ্কার একটি এলইডি টিভি । মিলন মেলার অনুষ্ঠান কে সর্বাত্নক সফল করত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বপ্রনোদিত স্পন্সর করেন। অনুষ্ঠানের পরিকল্পনা প্রনয়ন থেকে শুরু করে সকল পর্যায়ে সার্বিক সেট- আপের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিজাম উদ্দিন।  এতে অতিথি হিসেবে অংশ গ্রহন করেন নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা,                                 কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ উপদেষ্টা বকতিয়ার উদ্দিন রানা, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম, আবদুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকবাল হায়দার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সন্দ্বীপ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এস এম আইয়ুব আলী,  জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ হাশেম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সহ সভাপতি রিদুয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান,    সহ আরো অনেক।   । মিলন মেলার উপদেষ্টা হিসেবে ছিলেন  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম।  কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান সুজন সহ আরো অনেক।   প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন- সম্মানিত   শিক্ষকদের পুরো বছর শ্রেণিপাঠদান সহ নানাবিধ কর্মকান্ডে যুক্ত থাকতে হয়। আজকের মিলন মেলার দিনটি তাদের বিনোদন হিসেবে  মাইন্ড সেটিসফেকশন রিফ্রেশ করবে।
দিনশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি মিডিয়া কাভারেজ করেছে দৃষ্টি টিভি সন্দ্বীপ, ST বাংলা TV ,  সিটিজি ক্রাইম টিভি, দৈনিক আই বার্তা,  দৈনিক প্রথম বাংলা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ, দৈনিক আমার সংবাদ , দৈনিক সাঙ্গু,  দৈনিক আলোকিত সকাল   সহ  অনেকগুলো জাতীয় ও স্হানীয় মিডিয়া। 
প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহনে এ মিলন মেলা একটি স্মৃতি হয়ে থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments