
রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম।
২৪ মে শুক্রবার বিকেল ৪ টায় সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের মোস্তাফিজুর রহমান ক্রিড়াঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪”-এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি , সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ
বিভিন্ন কলেজ এবং উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ। উদ্বোধনী খেলায় মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ বনাম কাটগর ইসলামী ফাজিল মাদ্রাসা মোকাবিলা করে এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় মগধরা স্কুল এন্ড কলেজ বনাম কারামতিয়া ফাজিল মাদ্রাসা মোকাবিলা করে। উক্ত খেলা মোট ৫ টি কলেজ ও ৩ টি ফাজিল মাদ্রাসা অংশ গ্রহন করে। আগামী ২৯ মে ফাইনাল খেলার মধ্যে সমাপ্তি হবে।