প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৮:৪৭ পি.এম
সন্দ্বীপে মগধরা ইউনিয়নে ” জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা”-২০২৫ সম্পন্ন।

রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম
"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই"
এ স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে মগধরা ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব মুখর অংশ গ্রহনে মগধরা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা -২০২৫।
১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে অনুষ্ঠিত হওয়া শিক্ষিকা সালমা বেগম বৃষ্টি ও শিক্ষক আবদুল হামিদ সুজনের প্রাণবন্ত সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগধরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, মগধরা স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ বাবু বিমল চন্দ্র দাস।
মগধরা হাজেরা ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি লাল মজুমদারের সভাপতিত্বে এ প্রতিযোগিতার মাঠের ইভেন্ট পরিচালনা করেন ন্যামস্তি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিদুয়ানুল বারী ও আমেনা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলাল উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত