বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাসন্দ্বীপে মাইটভাঙ্গা আদর্শ সমাজের উদ্বোধন

সন্দ্বীপে মাইটভাঙ্গা আদর্শ সমাজের উদ্বোধন

রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম প্রতনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ঐতিহ্যবাহী মাইটভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনসাধারণকে নিয়ে  আদর্শ সমাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 
২২ ফেব্রুয়ারি ২৫ শনিবার সন্ধ্যা ৭ টার মরহুম  মৌলভী আবদুল লতিফ সাহেবের  বাড়িতে মাইটভাঙ্গা আদর্শ সমাজ উদ্বোধন উপলক্ষে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। 
বিশিষ্ট সমাজকর্মী ও এ সমাজের বাসিন্দা  আমিনুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানের সঞ্চালনা করেন আকরাম হোসেন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ কলেজের সাবেক প্রভাষক, বদরশাহ পলিটেকনিক ইনস্টিটিউটের  পরিচালক বিশিষ্ট  শিক্ষাবিদ ও সংগঠক মাহমুদুল হাসান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সমাজ থেকে বারবার নির্বাচিত ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার, মাষ্টার কামাল উদ্দিন, নবী উল্যাহ ক্যাশিয়ার, USA প্রবাসী আনোয়ারুল ইসলাম,   মাওলানা আবদুল ওয়াহাব মুনসুর,মাওলানা হুমায়ুন কবির, আবুল কাসেম মেম্বার, মাহফুজুর রহমান, আবুল মিল্লাত, মাওলানা ইয়াছিন, মাষ্টার জাকায়েত উল্যা রিপন, প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলী, মতিন মেম্বার, মুনছুর আলম লিটন, ব্যাংকার মোস্তফা কামাল,প্রভাষক আব্দুল মোমেন মিশু,ফজলুল করিম সহ হাজার খানেক গ্রামবাসী। অনুষ্ঠানে আগামী ২ বছরের জন্য মাইটভাঙ্গা আদর্শ সমাজের নির্বাহী পরিষদের ঘোষনা দেওয়া হয়। এতে নির্বাচিত হন সাবেক ইউপি মেম্বার আবুল হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল ওহাব,ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আকরাম হোসেন মাইনউদ্দীন সহ ৭১ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার সভাপতি ইলিয়াছ সুমন ও সহসভাপতি রিদুয়ানুল বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আসীর। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রায় হাজারখানেক গ্রামবাসীদের নিয়ে উৎফুল্ল পরিবেশে নৈশভোজের আয়োজন হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments