প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৭:৫৭ পি.এম
সন্দ্বীপে মাষ্টার কামাল স্মৃতি সংসদের ২০২৫ অর্থবছরের কার্যকরী কমিটি গঠিত

রিদুয়ানুল বারী সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯৮৫ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠিত দীর্ঘ ৪০ বছরের ঐতিহ্যবাহী সরকারি নিবন্ধিত সামাজিক, সাংস্কৃতিক ও সেবামুলক প্রতিষ্ঠান সন্দ্বীপে কালাপানিয়া ইউনিয়নে অবস্থিত মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের ২০২৫ অর্থ বছরের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
২৭ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় মাকসৃ'র হল রুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্টানে নতুন অর্থবছরের কার্যকারী কমিটির গঠনের এজেন্ডা উপস্থাপিত হলে প্রতিষ্ঠিত সদস্য আবুল কাসেম কে সিলেকশন কমিটির আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি গঠন করা হয়। সিলেকশন কমিটির সম্মত্তিক্রমে ৩০ মিনিট পর সিলেকশন কমিটির আহ্বায়ক ২০২৫ অর্থবছরের ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।
সাধারণ সভা শেষ পর্বে ১০টায় প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল কাসেম কমিটির অনুমোদন পত্র হল রুমে পেশ করেন এতে সামছুল আজম অজ্ঞু কে সভাপতি ও মনিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অনন্যরা হলেন সহ-সভাপতি মাষ্টার শফিউল আজম ও মাস্টার মোশারফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নিজাম উদ্দিন, সহ-সম্পাদক নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মাষ্টার হাবিবুর রহমান সহ অর্থ সম্পাদক মাষ্টার কবিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন স্বাস্থ্য সহকারী, সহ ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক এস এম মাশরুর কামিল তকি, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মাষ্টার শরফুল আজাদ শিবলু, প্রবাসী কল্যাণ সম্পাদক আশ্রাফুল আলম আকতার, সহ প্রবাসী সম্পাদক মোহাম্মদ মামুন উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মেহেরাজ হোসন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশরাফুল মাওলা সাকিল, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান, কার্যনিবার্হী সদস্য আজিম উদ্দিন সাহাব, মাহবুবুল মাওলা শিমুল, আব্দুর রহমান সেলিম, কমরুজ্জমান, মাষ্টার জয়নাল আবেদিন।
সর্বশেষ নতুন কমিটির সদস্যবৃন্দ দাঁড়িয়ে পরিচয় প্রদান করে এবং উপস্থিত সবাই করতালির মাধ্যমে কমিটির সদস্যদের অভিবাদন জানান।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত