
রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম
সন্দ্বীপে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও আর্তমানবতার সংগঠন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় সাউথ সন্দ্বীপ হাইস্কুল কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। টানা ২ ঘণ্টা ৩০ মিনিটব্যাপী অনুষ্ঠিত এ পরীক্ষায় সন্দ্বীপ উপজেলার ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মোট ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় প্রতি বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়।
পরীক্ষা চলাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সন্দ্বীপ উপজেলার সাবেক আইকনিক উপজেলা শিক্ষা অফিসার মাইন উদ্দিন ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আইয়ুব আলী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারিমুল মাওলা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রভাষক মাহামুদুল হাসান, পরীক্ষা সচিব সালাউদ্দিন রাজু, হল সুপার আবুল বশার, মাস্টার আরিফ খান, ইউসুপ আলী মামুন, জাকায়েত উল্ল্যাহ, মাস্টার কামাল স্মৃতি সংসদের কার্য নির্বাহী সদস্য আলমগীর হোসাইন , মাস্টার জামাল উদ্দিন, মাস্টার আনোয়ারুল কাদের, আবদুল মতিন মেম্বার, ইলিয়াস সুমন, রিদুয়ানুল বারী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন সম্পুর্ন অরাজনৈতিকভাবে শিক্ষা, সাংস্কৃতি ও দুঃস্থ মানবতার পাশে দাঁড়িয়ে ব্যাপক সমাদৃত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

