
সন্দ্বীপ(চট্রগ্রাম)প্রতিনিধি।
সন্দ্বীপের দীর্ঘাপাড় থেকে উড়ির চর প্রান্তে আসার পথে বামনী নদীর মাঝ পথে স্পীডবোটে আসা সাত-আটজনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের জিম্মি করে। এ সময় ডাকাত দলটি তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মালামাল ছিনিয়ে নেয়। বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াই টার সময় এ ঘটনা ঘটে।