বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগসমস্যায় জর্জরিত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

সমস্যায় জর্জরিত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

ইয়াছিন চৌধুরী নাসিরনগর(ব্রাহ্মণ বাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধি 

ব্রাহ্মণ বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি নানা সমস্যায় জর্জরিত ।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধুঁকে ধুঁকে যেন নিজেই রোগী হয়ে পড়ছে! অপর্যাপ্ত চিকিৎসক, জনবল সংকট, শূন্য পদের ছড়াছড়ি, নিরাপত্তা ঘাটতি,  বিশুদ্ধ পানির সংকট, ত্রুটিপূর্ণ সেপটিক ট্যাঙ্কের কারণে দুর্গন্ধসহ বিভিন্ন সংকটের বেড়াজালে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রশাসনিক কাজ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এত এত সীমাবদ্ধতার পরও রোগীদের যথাযথ চিকিৎসা দিতে শতভাগ চেষ্টা চলছে।ভৌগোলিক কারণে মাধবপুর, লাখাই উপজেলাসহ নাসিরনগর রোগীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। কর্তৃপক্ষের প্রত্যাশা, সব সমস্যা কাটিয়ে উঠে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ১০০ শয্যা  উত্তীর্ণ করে রোগীদের ভরসাস্থলে পরিণত হতে পারবে  নাসিরনগর  হাসপাতালটি।

খোঁজ নিয়ে জানা যায়, নানা সমস্যা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ বলেন লাখাই, মাধবপুর  উপজেলার কিছু অংশের মানুষে কে সাধারণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আন্তরিকভাবে চাইলেও নানামুখী সমস্যার কারণে সাধারণ রোগীদের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারছে না স্বাস্থ্য কমপ্লেক্সটি। সরেজমিন হাসপাতালটির বহির্বিভাগে গিয়ে দেখা যায়, একই রুমে বসে চিকিৎসা দিচ্ছেন কয়েকজন চিকিৎসক। বাইরে প্রচন্ড – ভিড় ঠেলে ডাক্তার দেখানোর জন্য উদগ্রিব হয়ে রয়েছেন সেবা প্রত্যাশীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, আবাসিক মেডিকেল অফিসার, চক্ষু চিকিৎসক, চর্ম ও যৌন চিকিৎসক, ইএনটি কনসালট্যান্টসহ২৩ জন চিকিৎসকের স্হলে  মাত্র ৭ জন চিকিৎসক রয়েছেন,নার্স ৩০ জন থাকার কথা থাকলেও রয়েছে ১৫ জন।  এ সমস্ত পদ দীর্ঘ দিন ধরে খালি রয়েছে । অন্যদিকে হাসপাতাল পরিষ্কার

পরিচ্ছন্ন রাখার জন্য নেই পর্যাপ্ত লোকবল। তিনজন ক্লিনার ও দুজন ওয়ার্ড বয়ের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এর বাইরে দাফতরিক কাজের জন্যও বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রশাসনিক কাজ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালের বিদ্যুৎ সঞ্চালন লাইন অনেক পুরোনো হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ  লাইন ঝুলে থাকায় আতঙ্কে থাকেন সেবা দাতা গ্রহীতারা। হাসপাতালের কোয়ার্টারগুলো আধুনিক মানের না হওয়ায় ডাক্তাররা সেসব স্থানে বসবাসের আগ্রহ দেখাচ্ছেন না। এ ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা ঘাটতিও রয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া খুবই জরুরি বলে জানান অফিস প্রধান।

হাসপাতালের হিসাব অনুযায়ী গত নভেম্বর মাসে বহির্বিভাগে প্রতি দিন ৪০০ থেকে  ৫০০ জন রোগীর সেবা দিচ্ছেন ডাক্তাররা। প্রতি মাসে ইমার্জেন্সি বিভাগে ৩ হাজার ৭৫৯ জন ও ইনডোরে ভর্তি হয়েছেন ৬২২ জন। সিজারিয়ান ব্যবস্থা চালু থাকায় ৮টি সিজার ও ৬৯টি নরমাল ডেলিভারি হয়েছে। একই সময়ে মেজর সার্জারি হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাখাই, মাধবপুর ও  নাসিরনগর উপজেলাসহ এ তিন উপজেলার অতিরিক্ত রোগী হওয়ায়  প্রয়োজনীয় ঔষধ সরবারাহ করতে হিমশিম  খেতে কতৃপক্ষকে।

রোগীদের অভিযোগ, তাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে রয়েছে হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগ।  প্রতিনিয়তই তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন হাসপাতালের অটোস্ট্যান্ডের জন্য। ত্রুটিপূর্ণ সেপটিক ট্যাঙ্কের অবস্থা এতটাই খারাপ যে, কয়েক দিন পরপরই ময়লা বের করতে হয়। এ সময় দুর্গন্ধে হাসপাতাল এলাকায় চলাফেরা করা দায় হয়ে যায়।

সেবাপ্রত্যাশীরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই ইমার্জেন্সি বিভাগে রোগী আসার সঙ্গে সঙ্গে সামান্য চিকিৎসাসেবা দেওয়ার পরই ব্রাহ্মণ বাড়িয়া জেলা সদরে রেফার করা হয়। রোগীদের প্রায়ই ঝামেলায় পড়তে হয়ে ব্রাহ্মণ বাড়িয়া  যেতে । সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয় ডেলিভারি রোগীদের । এ ছাড়া দুপুর ২টার পর ল্যাব বন্ধ হয়ে যাওয়ায় সেবা নিতে আসা বেশিরভাগ রোগীকেই  বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য বাইরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেন।

হাসপাতালের এতসব সমস্যার সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হয় নতুন নতুন আরও অভিযোগ। তারপরও সাধারণ মানুষের চাহিদা পূরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকেরা। হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে উপজেলা আর এম ও ডাঃ সাইফুল ইসলাম বলেন লাখাই,  মাধবপর কিছু অংশ সহ নাসিরনগর উপজেলায় প্রতিদিন এত রোগী  ভর্তি হয় যে জন্য ৫০ শয্যায় সন্কুলান করতে না পেরে বারন্দায় জায়গা দিতে হচ্ছে,যত সম্ভব  অতি দ্রুত স্বাস্থ্যকমপ্লেক্সটি ১০০ শয্যা উন্নীত করা প্রয়োজন।পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়  বলেন, রোগীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে আমরা সজাগ রয়েছি। শত সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। রোগীর অবস্থা ক্রিটিক্যাল হলেই কেবল ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে আরও আন্তরিক হওয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়েছে। তা ছাড়া দুপুর ২টার পর আসা সাধারণ রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, জনবল কম থাকায় এ সময় ল্যাব খোলা রাখা সম্ভব হয় না। তাই এ সময়ে সাধারণ রোগীদের হাসপাতালে না আসাই ভালো। ডাক্তারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ শূন্য  থাকায় প্রশাসনিক এবং হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments