বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।সরকারি সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে জিয়ানগর উপজেলা প্রশাসন

সরকারি সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে জিয়ানগর উপজেলা প্রশাসন

মোঃ নাজমুল হোসেন জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব  প্রতিনিধি :
সরকারি সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তি দখল মুক্ত  করেছেন  পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী। 
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৩ নং বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া  বাজারের পশ্চিম পাশে  সরকারি সম্পত্তির উপর রিপন খানের  নির্মাণা ধীন পাকা ভবন  ভেঙে দিয়ে  অবৈধ উচ্ছেদ করে  সম্পত্তি দখল মুক্ত করেছেন।  
অবৈধ উচ্ছেদ অভিযান কালে উপস্থিত ছিলেন, ০৩ নং বালিপাড়া  ইউ পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, উপ সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো: রিয়াজুল ইসলাম, জিয়ানগর থানা পুলিশ, বালিপাড়া  ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, সাংবাদিক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী বলেন, ‘ক’ তফসিল ভুক্ত সরকারী খাস সম্পত্তিতে রিপন খান নামে এক ব্যক্তি অবৈধ স্থাপনা গড়ে তুললে, অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি দখল মুক্ত করেছি। এ  অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments