বাড়িবাংলাদেশেসরাইলে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম২০২৫ এর ভোটার নিবন্ধন।

সরাইলে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম২০২৫ এর ভোটার নিবন্ধন।

প্রতিবেদকঃ খাজা মঞ্জুর মাহমুদ
সরাইল সদর ইউনিয়নে চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ কর্মসূচির ভোটার নিবন্ধন এর নতুন ভোটারদের ছবি উঠানো ও ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম।
১২ মার্চ হতে শুরু হয়ে ১৪ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সরাইল সদর ইউনিয়ন পরিষদের হল রুমে পুরুষ ভোটারদের এবং সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে নারী ভোটারদের ছবি উঠানোসহ ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম এর মাধ্যমে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চুড়ান্ত এই কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা নির্বাচন অফিসের নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটরগন।
উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই কার্যক্রম শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস।
এর আগে নির্বাচন কমিশন ঘোষিত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ বাস্তবায়নে সরাইল উপজেলা নির্বাচন অফিসের মাঠ পর্যায়ে নিয়োজিত তথ্য সংগ্রহকারীগন ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নতুন ও বাদ পড়া ভোটার যাদের জন্ম তারিখ ০১-০১-২০০৮ খ্রিঃ বা তার আগে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং ভোটার তালিকা থেকে মৃত ব্যাক্তিদের নাম কর্তন করতে তথ্য সংগ্রহ করেন।
সমগ্র উপজেলায় যে সকল ভোটার তথ্য সংগ্রহের পরেও নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থেকে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেনি তারা ১৪ ও ১৫ মার্চ সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়ামে উপস্থিত হয়ে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments