বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগসরাইলে মাত্র ৭৫ দিনে কুরআনে হাফেজ হল ৬ বছরের শিশু।

সরাইলে মাত্র ৭৫ দিনে কুরআনে হাফেজ হল ৬ বছরের শিশু।

খাজা মঞ্জুর মাহমুদ সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রাণকেন্দ্র সরাইল বিকল বাজারে অবস্থিত আবরারিয়া মডেল মাদ্রাসা হতে মাত্র ৭৫ দিনে একজন ৬ বছরের শিশু কোরআনে হাফেজ হয়েছে। শিশুটির নাম মোহাম্মদ আদনান মিয়া, সে সরাইল সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবায়দুল্লাহর ছেলে।
একই দিনে এই মাদ্রাসা থেকে ৬ মাস ১৫ দিনে কোরআনে হেফজ সম্পন্ন করেছে ৮ বছরের আরও একজন শিশু। তার নাম মোহাম্মদ উল্লাহ। সে জেলার নবীনগর উপজেলার মাওলানা মাছরুলর ছেলে।

এত অল্প বয়সে হেফজ সমাপ্ত করায় গতকাল মাদ্রাসায় এই দুই শিশু হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের সভাপতি ও সরাইল বিকাল বাজার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমান উল্লাহ সাহেব, বিশিষ্ট সমাজসেবক ইদু মেম্বারসহ অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলীগন।

সরাইল আবরারিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম বলেন মাত্র ৬ বছর ও ৮ বছরের শিশু বাচ্চার এত অল্প দিনে কুরআনে হেফজ সম্পূর্ণ করার ইতিহাস বিরল।
শিশু হাফেজদ্বয় মোহাম্মদ আদনান ও মোহাম্মদ উল্লাহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা যেন বড় আলেম হয়ে ইসলামের খেদমত করতে পারে। পাশাপাশি তারা তাদের পিতা-মাতা ও পরিবারের জন্যও দোয়া করার আবেদন করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments