
খাজা মঞ্জুর মাহমুদ সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)শিক্ষানবিশ প্রতিনি্ধি
আজ ৬ এপ্রিল রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক বিরোধী অভিযান পরিচালনার অংশ হিসাবে কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ ভূইয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন।
এসময় উক্ত এলাকায় তিনজন মাদকসেবী মাদক সেবন করে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। এসময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রফিকুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি টিম মাদকসেবীদের আটক করেন।
আটককৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আটককৃত বিজয়নগর উপজেলার শফিকুল ইসলামের ছেলে হৃদয় মিয়াকে ৫ দিন, একই উপজেলার শাহজাহান মিয়ার ছেলে মাসুক মিয়াকে ১০ দিন ও শরীফ মিয়া নামে অপর একজনকে ৫ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন বলেন আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।