
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।
জামালপুরের সরিষাবাড়ীতে দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে। এঘটনায় রুকন মিয়ার (৩৭) নামে একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা
হয়েছে। অভিযুক্ত রুকন বাঙালিপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, রুকন
মিয়া তার ঘরের আলমারির মধ্যে পিস্তল, গুলি ও ম্যাগজিন লুকিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হলেও রুকনকে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান চলছে।
ছবি : সরিষাবাড়ীতে উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ম্যাগজিন।