বাড়িবাংলাদেশেসলঙ্গায় ৬ দিন ধরে নিখোঁজ সানজিদার লাশ উদ্ধার

সলঙ্গায় ৬ দিন ধরে নিখোঁজ সানজিদার লাশ উদ্ধার

সলঙ্গা(সিরাজগঞ্জ) প্রতিনিধি :

৬ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী সানজিদার লাশ অবশেষে উদ্ধার করলো পুলিশ। এ ঘটনায় ২ জন আটক হয়েছে। আজ বৃহ:বার সকালে অলিদহ গ্রামের ইরি ধানের ক্ষেত হতে মাটিতে পুতে রাখা সানজিদার লাশ উদ্ধার হয়। জানা গেছে,সলঙ্গা থানার ধুবিল ইউপির আমশড়া গ্রামের শাহীনের মেয়ে সানজিদা।স্ত্রী জরিনার সাথে শাহিনের সম্পর্ক বিচ্ছেদ হয় কয়েক বছর আগে। ছোট্ট শিশু সানজিদাকে নিয়ে জরিনা অলিদহ বাবার বাড়িতে চলে আসে। এরপর জরিনা আবার একই গ্রাম অলিদহের মৃত নুরুল ইসলামের ছেলে শরিফুল (৩৫)কে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্বামী শরিফুলের সাথে জরিনার আবারো বিভেদ সৃষ্টি হওয়ায় ২-৩ মাস ধরে জরিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকে।এ দিকে সানজিদা তার নানা জহুরুলের বাড়ি অলিদহ থেকে স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করে। গত ১০ ফেব্রুয়ারি শনিবার মাদ্রাসায় যাবার পথে নিখোঁজ হয় সানজিদা। খোজাখুজি করে না পেয়ে সলঙ্গা থানায় জিডি করেন সানজিদার নানা। জিডির আলোকে সন্দেহবশত: জরিনার দ্বিতীয় স্বামী শরিফুল (৩৫) ও তার সহযোগী একই গ্রামের আবু হানিফের ছেলে আসমত (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেন। জিজ্ঞাসাবাদে মুল ঘটনা বেরিয়ে আসে। পরে আটককৃতদের সাথে নিয়ে ঘটনাস্থল অলিদহ গ্রামের ইরি ধানের ক্ষেতের মধ্যে পুতে রাখা সানজিদার লাশ উদ্ধার হয়। সলঙ্গা থানার ওসি এনামুল হক জানান,সানজিদাকে গলাটিপে হত্যার পর তার লাশ ধান ক্ষেতে পুতে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে এ হত্যা ঘটনায় তদন্তকাজ অব্যাহত আছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments