
আবু হানিফ উল্লাপাড়া (সিরাজগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গার চরবেড়া গ্রামের কৃতি সন্তান,মালয়েশিয়া প্রবাসী গর্বিত রেমিটেন্স যোদ্ধা তাজ উদ্দিন (৫০)এর মৃতদেহ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।ভাগ্যের চাকা ঘোরাতে বুক ভরা স্বপ্ন নিয়ে ২৭ বছর আগে পাড়ি জমান মালয়েশিয়া।সুখের আশায় ২৭ বছরের একদিনও পরিবারের সাথে দেখা করতে দেশের বাড়ি ছুটিতে আসেননি।পরিবার নিয়ে সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিলেন তাজ।কিন্ত নিয়তি তার পরিবারের ভাগ্যের চাকা ঘোরানোর আগেই প্রবাস থেকেই চলে গেলেন পরপারে। তিনি গত ১৭ মার্চ হার্ট অ্যাটাকে কর্মস্থল মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি….রাজিউন)। তার মৃতদেহ (কফিন) নিজ বাড়িতে পৌছলে এক হৃদয় বিদারক মুহুর্ত শুরু হয়।তিনি মা,স্ত্রী ১ ছেলে, আপনজন,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার(১৮ এপ্রিল) সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে নিজ গ্রাম চরবেড়া কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।