প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৪:০১ পি.এম
সলঙ্গায় হিরা স্পোর্টিং ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন

মোঃআবু হানিফ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চরগোঁজা হিরা স্পোর্টিং ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে গত কাল শনিবার রাতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন শিক্ষক মাওঃ আশরাফ আলী, শিক্ষক আব্দুস সালাম, এস.এম. আল আমিন, মুশফিকুর রহমান লেবু,ইউসুফ আলীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাতের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য যে,ইতালী প্রবাসী হিরা সরকার চরগোঁজাসহ আশেপাশের গ্রামের উঠতি বয়সের যুব সমাজকে বিভিন্ন ধরনের অপরাধ ও মাদকমুক্ত রাখার জন্য খেলা-ধূলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে ২০০৫ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত