
মোঃআবু হানিফ উল্লাপাড়া (সিরাজগঞ্জ)নিজস্ব প্রতিনিধি :
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি জ্বনাব হুমায়ন কবীর।সহ-শিক্ষক আল মামুন খন্দকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র তালুকদার।
প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক
সাইফুল্লাহিল আজম।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসাইন, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার,সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার, সাধারন সম্পাদক আব্দুল আলিম,সহ সভাপতি শহিদুল ইসলাম মজনু,বিএনপি নেতা আহসান হাবীব,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল হাসান শহিদ,আব্দুস সবুর মাস্টার এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক/ কর্মচারী,অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।