
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর গ্রামের লিয়াকত মোল্লার বাড়ি যাওয়ার পথের সাঁকোটি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপায়ান্ত না পেয়ে ভুক্তভোগী লিয়াকত মোল্লার স্ত্রী রাফেজা বেগম রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাফেজা বেগম জানান, উপজেলার রোমজাইপুর গ্রামে তার স্বামী লিয়াকত আলী মোল্লাসহ পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে বসবাস করে আসছেন। তারা একটি কাঠের সাঁকো দিয়ে গত ১৫ বছর ধরে বাড়ীতে আসা যাওয়া করে আসছেন। বৃহস্পতিবার সকালে আমাদের বাড়ীর জায়গার দাবি করে একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মুকুল শেখ, আহম্মদ মোল্লার ছেলে আবু সাইদ ও মঞ্জুর শেখের ছেলে ফয়সাল শেখ সাঁকোটি কেটে ফেলে। ওই সময় বাধা দিলে রাফেজা বেগম ও তার পুত্রবধূ সাবিনা বেগমকে গালাগাল করে মারপিট করতে আসে। উপায়ান্ত না পেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, বাড়ি যাওয়ার পথের সাঁকোটি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে। দুর্বৃত্ত মুকু, আবু সাইদ ও ফয়সালকে আটক করতে পুলিশের অভিযান চলছে।