
ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি
১৮ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সরকারি মহিলা কলেজে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সম্মানে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপজেলা আমির অধ্যাপক আঃ আলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাব এর সভাপতি তাপস কুমার বিশ্বাস, শামসুল আলম খোকন, নেসার উদ্দিন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুধী ও রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।