বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাসাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ...

সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

শিশির হাওলাদার, গলাচিপা(পটুয়াখালী)
কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন এর উপর গত (৪ ফেব্রুয়ারী) মঙ্গলবার গভীর রাতে হামলা চালায় সন্ত্রাসীরা এতে গুরুতর আহত হয় সে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসারত অবস্থায় আছেন। তাই এই হামলার প্রতিবাদে গলাচিপার সকল সাংবাদিকের উদ্যোগে (৭ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সমিত কুমার দত্ত মলয়, এশিয়ান টিভির প্রতিনিধি জসীমউদ্দিন আহম্মেদ,মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান,নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ মাসুদ, স্বাধীন মত পত্রিকার প্রতিনিধি মোঃ হাফিজউল্লাহ সহ আরো অনেকে। এসময় উপস্থিত সকল সাংবাদিক বৃন্দের একটাই দাবি প্রশাসনের কাছে। এই বর্বরীত সন্ত্রাসী হামলাকারীদের অতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, তা না করা হলে কঠিন থেকে কঠিনতম কর্মসূচীর ঘোষণা দেন গলাচিপা সাংবাদিক মহল।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments