
রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
ধর্মপাশা সদর ইউনিয়নের দশধরী মড়লবাড়ি গ্রামের বাসিন্দা মো. লাল মিয়া আর নেই। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মো. লাল মিয়া দৈনিক সংবাদের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সেলিম আহম্মেদের পিতা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় দশধরী গফুরেনেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মো. লাল মিয়ার মৃত্যুতে ধর্মপাশার সাংবাদিক মহলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।